20 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৭


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার (১৩ অক্টোবর) বাঘলান প্রদেশের রাজধানী পল-ই-খোরমির ইমাম জামান মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের সময় বিস্ফোরণটি ঘটে।

ইসলামিক স্টেট (আইএস) এ আত্মঘাতি হামলা চালায় বলে তালেবান সরকার জানিয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আইএস।

বাঘলান প্রাদেশিক হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় ১৯ জনের মরদেহ ও আহত অবস্থায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। হতাহত অনেককে অন্যান্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে সেখানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা অনেকটা কমে এসেছে। যদিও আইএসের আঞ্চলিক গোষ্ঠীসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ