22 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলা, ৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত

গাজায় ইসরায়েলি হামলা, ৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত

গাজায় ইসরায়েলি হামলা, ৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত

বিএনএ, বিশ্বডেস্ক:গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায়  ইতোমধ্যে প্রাণ ভয়ে চার লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে  অন্যত্র আশ্রয় নিয়েছেন।  শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য জানায়।

এতে বলা হয়, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন। এই সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। গাজার অনেক মানুষ সুপেয় পানির সংকটে পড়েছেন। সেখানে পানি সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়েছে।

এ দিকে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উত্তর গাজা শহর খালি করতে বলার ঘোষণা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটা অবাস্তব একটা ঘোষণা। শুক্রবার উত্তর গাজার বেসামরিক ১১ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইসরায়েল।’

হামাস জানায়, তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে। আমাদের কাছে দুটি বিকল্প আছে। হয় এই দখলদারিত্বকে পরাস্ত করব, নতুবা বাড়িতেই প্রাণ দেব। আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না।’

এ দিকে  হাজার হাজার মানুষকে দল বেঁধে উত্তরাঞ্চল ছাড়তে দেখা যায়। গাধা ও ঘোড়ায় টানা ভ্যান, মালবাহী ও ব্যক্তিগত গাড়িতে করে আসবাব নিয়ে শহর ছাড়ছে শত শত পরিবার। অনেকে হেঁটে রওনা হয়েছেন।

আগেই গাজা সীমান্তের কাছে লাখ লাখ সেনা, ট্যাঙ্ক ও নানা সামরিক সরঞ্জাম জড়ো করেছিল ইসরায়েল। শুক্রবার গাজা উপত্যকার কিছু অংশে প্রবেশ করেছে ইসরায়েলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি বলেন, ফিলিস্তিনের রকেট সৈনিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ট্যাঙ্ক।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এই হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জন। এ ঘটনায় ইসরায়েলের ১৫০ জন নাগরিককে বন্দি করেছে হামাস। এ দিকে  পাল্টা অভিযানে  ছয় দিনে গাজায় ছয় হাজার বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ইতোমধ্যে গাজায় এক হাজার ৯শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬১৪ শিশু ও ৩৭০ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ