18 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৫৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হন। শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোবারক মোল্লা (৪০) ও নাজমুল মোল্লা (২৮)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) অহিদুজ্জামান জানান, উল্টো পথে যাওয়ার সময় একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দিলে চালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা যাত্রীসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

তিনি আরও জানান, আহত মোবারক মোল্লার অবস্থা আশঙ্কাজনক। নিহত অটোরিকশা চালকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ