বিএনএ ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের জন বিভিন্ন হাসপাতালে আরও ১৮৩ ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের অধিকাংশই ঢাকার। এরমধ্যে রাজধানীর নানা সরকারি-বেসরকারি হাসপাতালে ১৩২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন। তবে এসময়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪০ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে আছেন ১৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২০ হাজার ৯১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ হাজার ৯২৪ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়।
বিএনএনিউজ/আরকেসি