26 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » অর্থনৈতিক সংস্কারে মার্কিন ট্রেজারি বিভাগের সহযোগিতা চাওয়া হবে

অর্থনৈতিক সংস্কারে মার্কিন ট্রেজারি বিভাগের সহযোগিতা চাওয়া হবে

ড. সালেহউদ্দিন আহমেদ

ঢাকা:  অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাই কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না। অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

শনিবার(১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এ জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা।

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না। অর্থ আইন ২০২৪-এর সংশোধনের মাধ্যমে প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে  পরিবর্তন আনা হবে।

আরও পড়ুন: নির্বাচন করবেন না, শেষ হচ্ছে সালাউদ্দিনের বাফুফে অধ্যায়

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ