বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ সেপ্টম্বর) রাতে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মডেল টাউন এলাকায় টোল আদায় নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে উত্তেজনা চলছিল। যা গতকাল দলীয়ভাবে স্বেচ্ছাসেবক দলকে দেওয়া হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হন।
আহতরা হলেন– ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, সদস্য মান্না এবং পৌর যুবদলের সদস্য মো. ইব্রাহিম। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী রাঙামাটি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ নাহিদ বলেন, টোল নিয়ে সমস্যা ছিল, তা গতকাল সমাধান হয়েছে। তবে আজ ফেসবুকে ছবি নিয়ে ঝামেলা হয়েছে। এ ঘটনা নিয়ে উপজেলার নেতৃবৃন্দ আলোচনায় বসেছেন।
বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন বলেন, উপজেলায় নব্য বিএনপির কিছু লোকজন আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। টোল নিয়ে বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীরা বসে সমাধান করেছেন। তখন সেখান থেকে একজন ফেসবুকে কিছু ছবি দিয়ে আওয়ামীলীগের দালাল বলে পোস্ট করায় এই ঝামেলা।
বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলী জানান, কিছু অনুপ্রবেশকারী দলের সুনাম নষ্ট করছে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পৌর বিএনপির সদস্য নাছির ও তার ছেলের নেতৃত্বে একটি হামলা হয়েছে শুনেছি। পরে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যদি দলের কেউ অন্যায় করে তাহলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকিরা তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে রাঙামাটির বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, সন্ধ্যার পর মারামারির বিষয় শুনে আমরা ঘটনাস্থলে এসে দুই গ্রুপকে আলাদা করে দিই। এই ঘটনায় দুই গ্রুপের প্রায় শতাধিক লোক ছিল। তাদের মধ্যে তিন জন বাঘাইছড়ি হাসপাতালে ভর্তি আছেন। আমাদের সঙ্গে বিজিবি মাঠে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।