বিএনএ বরিশালঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অারও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫৪ জন নতুন আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের সাত্তার মোল্লা (৬০), বাউফল উপজেলার হেলাল উদ্দিন হাওলাদার (৭০), মাদারীপুরের কালকিনি উপজেলার সাঈদ সিকদার (২০) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আব্দুর রহমান (৭৫)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত চারজনের মধ্যে তিনজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।
বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি