28 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর কৃষিমার্কেট আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

রাজধানীর কৃষিমার্কেট আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

আগুন

বিএনএ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, এ দিন ভোর পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থা।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ীরা। ইতোমধ্যেই মার্কেটের বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ