বিএনএ, বিশ্ব ডেস্কঃ বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ডলারের মূল্য বৃদ্ধি ও এই মুদ্রায় লেনদেনকারি বিভিন্ন ব্যাংক সুদের হার বাড়ানোর জেরে নতুন করে তেলের দাম কমানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৩৮ সেন্ট কমে হয়েছে ৯২ দশমিক ৪১ ডলার, শতকরা হিসেবে এই হ্রাসের হার দশমিক ৪ শতাংশ।
অপর বেঞ্চমার্ক ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২৯ সেন্ট কমে হয়েছে ৮৭ দশমিক ০২ ডলার। শতকরা হিসেবে এই হ্রাসের হার দশমিক ৩ শতাংশ।
গত বেশ কিছুদিন ধরেই অন্যান্য বৈশ্বিক মুদ্রার তুলনায় ডলারের মান বাড়ছে। বর্তমোনে ডলারের মূল্য যে পর্যায়ে পৌঁছেছে, তা গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
বিএনএ/ এমএফ