20 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » উন্নয়ন দিয়ে মিথ্যাচারের জবাব দেব: সেতুমন্ত্রী

উন্নয়ন দিয়ে মিথ্যাচারের জবাব দেব: সেতুমন্ত্রী

উন্নয়ন দিয়ে মিথ্যাচারের জবাব দেব: সেতুমন্ত্রী

বিএনএ, সাভার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের সময় আসলে আমরা কাজ করে জবাব দেবো।উন্নয়নের কাজ দিয়ে মিথ্যাচারের জবাব দেবো। ৭৫ এর পরে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা আসেনি। শেখ হাসিনার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়। তারা আজকে ক্ষমতার দুঃস্বপ্ন দেখছে।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

জনগণের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জনগণের সাথে ভালো ব্যবহার করবেন। কাউকে উস্কানি দেবেন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। আমি বলতে চাই, আপনাদের আন্দোলনের রূপরেখা তৈরি করলে এই আন্দোলনের নেতৃত্ব দেবে কে? এর নেতা কি বাংলাদেশে আছে, নাকি রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে নেতৃত্ব দেবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বিশৃঙ্খলার আবহে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। পেট্রোল বোমা, ককটেলের পরিকল্পনা হচ্ছে। তারা যদি আন্দোলনের নামে সহিংসতা করে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতার জবাব দেব।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে অংশ নেবো। গণতান্ত্রিক অন্য দেশের মতো সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন হবে।’

ওবায়দুল কাদের বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার মিউজিয়ামে চলে গেছে। তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। এইসব দুঃস্বপ্ন, এইসব রঙ্গিন খোয়াব কিছুদিনেই উড়ে যাবে।’

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে কর্মী বাহিনীকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ধামরাইয়ে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কলহ বাদ দিতে হবে। দুঃসময়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের নেতা বানানো চলবে না।’

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মালেকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুর সঞ্চালনায় সম্মলনে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ প্রমুখ।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ