Bnanews24.com
Home » শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট খেলা সব খবর

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ জিতে ৩-০তে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ৮ উইকেট নিয়ে ১২০ রানে থামায় দ.আফ্রিকা । ১২১ রানের সহজ লক্ষ্য ১৪ ওভার ৪ বলে কোন উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌছে যায় সফরকারিরা।

কুইন্টন ডি কক ও রেজা হেন্ড্রিক্সের ১২১ রানের অসাধারণ উদ্বোধনী জুঁটিতে ৩২ বল বাকী রেখে  ১০ উইকেটে জয় নিশ্চিত করে দ.আফ্রিকার। কুইন্টন ডি কক খেলেন ৪৬ বলে ৭ চারে ৫৯ রানের ও ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৬ রানের ইনিংস।

এর আগে ব্যাট করতে নেমে কুশাল পেরারার ৩৯,দাসুন শানাকার ১৮ ও কারুণারাত্নের অপরাজিত ২৪ রানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করতে সমর্থ হয় লঙ্কানরা। দুটি করে উইকেট নেন ফরটুইন্ট ও রাবাদা।

বিএনএ/এমএম