24 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে একশ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি

আফগানিস্তানে একশ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি

আফগানিস্তানে একশ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি

বিএনএ বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের জন্য একশ কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব সম্প্রদায়। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে জাতিসংঘের সতর্কবার্তার পর এই প্রতিশ্রুতি আসলো।

জাতিসংঘের আহ্বানে সোমবার (১৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আফগানিস্তানের জন্য সহযোগিতা কনফারেন্স হয়। সেখানে ৬০৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। সে আহ্বানের পর অর্থ সহায়তার প্রতিশ্রুতি ডলারের অঙ্কে এক হাজার মিলিয়ন অর্থাৎ এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। কনফারেন্সটিতে জাতিসংঘ ও রেড ক্রসসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

কনফারেন্সে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুই দশকের যুদ্ধ শেষে  বর্তমানে নাজুক সময় পার করছে আফগানিস্তান। দারিদ্র্যের হার বেড়েই যাচ্ছে, সরকারি সেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় একশ কোটিরও বেশি আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ দিয়ে দেশটির বাস্তুচ্যুত মানুষদের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার আগে থেকেই আফগানিস্তানের এক কোটি ৮০ লাখ মানুষ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। আর তালেবানের হাতে দেশটির ক্ষমতা যাওয়ার পর সে সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

অর্থ ও খাদ্য ঘাটতির কারণে এ মাসের শেষ দিকে খাদ্য সরবরাহ শেষ হয়ে যেতে পারে। যার ফলে দেশটির ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ অনাহারে পড়তে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ