বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন।
আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহ’র উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সেনাদের গুলিতে অন্তত ১৬ জন প্রাণ হারান। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসেবে, উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে আরও ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হন। সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ জন বুধবার নিহত হন।
এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে উপত্যকাটিতে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। যার মধ্যে ১০৬ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলে।
বিএনএ/ ওজি/শাম্মী