বিএনএ, ঢাকা: চট্টগ্রাম ও সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া ভূমিকম্পটি ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে অনেকে আতঙ্কিত হয়ে বাসার বাইরে চলে যান। বহুতল ভবন হতে লোকজন নিচে নেমে পড়েন।
বিএনএনিউজ২৪, বিএম,এসজিএন