24 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ববির চূড়ান্ত ভর্তি ২৩-২৪ আগস্ট

ববির চূড়ান্ত ভর্তি ২৩-২৪ আগস্ট


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ২৩ ও ২৪ আগস্ট। সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ে দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ