19 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে সুগন্ধা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশালে সুগন্ধা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদী থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর র্অধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে থানা পুলিশ বাবুগঞ্জ খেয়াঘাট সংলগ্ন নতুনচর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ দিকে এলাকাবাসী উপজেলার রাজগুর নতুনচর সুগন্ধা নদী এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর র্অধগলতি মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৪৫-৫০ বছরের মধ্যে হবে। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগের মৃতদেহ। মৃতদেহে কোন ক্ষত চিহ্ন রয়েছে কি না তা এখনও বোঝা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধারের ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ