বিএনএ, ঢাকা: হজে পাঠানোর নামে ৪৪ জনের কাছ থেকে তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূলহোতা অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার(১৪ আগস্ট) সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।
রোববার(১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯। গ্রেপ্তার অহিদুল আলম নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত আফতাব উদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেন। এর পর আত্মগোপনে চলে যান তারা।
হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা দায়ের করেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
বিএনএ/ ওজি