24 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ইয়াবাসহ আটক ৩

বরিশালে ইয়াবাসহ আটক ৩

ইয়াবা সেবন অবস্থায় সিইউএফএল শ্রমিক আটক

বিএনএ বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। সহযোগীরা হল মা ও ছেলে।

রোববার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির।

আটকরা হলেন- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহেল সরদার (৩২)। সহযোগীরা হলেন- ঢাকার বংশাল সোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার (৩৭) ও তার ছেলে ফোরকান হাওলাদার (২৪)।

এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মা ও ছেলে ১০ হাজার পিস ইয়াবা ইউপি সদস্য সোহেলকে দিতে আসেন। গোপনে এ সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দুপুর সেলিনা ও ফোরকান বাস থেকে নেমে ইউপি সদস্য সোহেলের কাছে ইয়াবা দিতে যান। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় এসআই নিজেই বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করবেন বলে জানান।

বিএনএ/ সাইয়েদ কাজল/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ