15 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঠমিস্ত্রির মৃত্যু

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঠমিস্ত্রির মৃত্যু


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে জোরারগঞ্জে থানায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাত ৮ টায় জোরারগঞ্জ থানার বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ জহির উদ্দিন (৩২)। সে নন্দনপুর পশ্চিম সোনা পাহাড় এলাকার গউজ মিয়ার ছেলে।

জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, জহিরুদ্দিন একজন কাঠমিস্ত্রি। জোরারগঞ্জ বাজারে তার ফার্নিচারের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বিজেপি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফাহিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় জহির উদ্দিন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জহিরুদ্দিনের মাথায় মারাত্মক আঘাত ছিল। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর জেনেছি। তবে নিহতের পরিবার হাসপাতাল থেকে মরদেহ নিজেদের হেফাজতে বাড়ি নিয়ে গেছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ