28 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - জুলাই ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা স্ক্রিনে প্রদর্শন

ঢাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা স্ক্রিনে প্রদর্শন


বিএনএ, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি স্ক্রীনে প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৫ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-২ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয়/বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

এদিনে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ