27 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মায়ানমার যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

মায়ানমার যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

মায়ানমার যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনএ, কক্সবাজার: মায়ানমার যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী রোহিঙ্গা যুবককে জি-৩ সাদৃশ্য ২ টি রাইফেল ও ৫০ রাউন্ড গুলিসহ মো. ইলিয়াসকে (২৬) গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। রোববার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় উখিয়ার পালংখালী ইরানী পাহাড় সংলগ্ন এলাকা রোহিঙ্গা ক্যাম্প বাঁশের ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইলিয়াস ক্যাম্প ১১ সাব ব্লক এ/১৫ এর বাসিন্দা মৃত হাসান আহমেদের ছেলে।

এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও সহঅধিনায়ক অংশু কুমার দেব সঙ্গীয় ফোর্স নিয়ে আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। মায়ানমার যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী ইলিয়াসের কাছ থেকে ২ টি জি-৩ জাতীয় রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

ওই রোহিঙ্গা সন্ত্রাসী ইলিয়াসকে গ্রেপ্তার করে রাইফেল ও গুলিসহ ইরানীপাহাড় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ