19 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » পুলিশের ধাওয়ায় মৃত্যু, এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

পুলিশের ধাওয়ায় মৃত্যু, এসআইসহ ৪ পুলিশ ক্লোজড


বিএনএ বরিশাল:  বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের ধাওয়ায় আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের রফিক হাওলাদারের মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।
তিনি জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া গৌরনদী মডেল থানার চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার, কনস্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও জিহাদ হোসেন (পিকআপ চালক)।
১১ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে তাস খেলার আসরে হানা দেয় পুলিশ। এ সময় পালাতে গিয়ে রফিক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ