21 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » জাপা নেতা সামশুল আলম মাস্টারের জানাজা সম্পন্ন

জাপা নেতা সামশুল আলম মাস্টারের জানাজা সম্পন্ন

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ জেলা জাপার সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাস্টার

বিএনএ, চট্টগ্রাম:  জাতীয় পার্টির(মঞ্জু) ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাস্টারের নামাজে জানাজা বৃহস্পতিবার(১৪জুলাই) বাদ জোহর পটিয়া সরকারি কলেজ মাঠে সম্পন্ন হয়।

সামশুল আলম মাস্টারের নামাজে জানাজা
সামশুল আলম মাস্টারের নামাজে জানাজা

বুধবার(১৩জুলাই) দুপুর ২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আগের নিউজ: জাপা নেতা ও পটিয়ার সাবেক মেয়র শামসুল মাস্টার আর নেই

শামশুল আলম মাস্টার পটিয়া পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৭ সালে পটিয়া সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ