21 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের


বিএনএ, ক্রীড়াডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডেতে বাজিমাত করল সফররত বাংলাদেশ। গায়ানায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে শেষ পাঁচ সিরিজের সবকয়টি জিতলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে টানা পাঁচ সিরিজ জেতার কীর্তি দেখিয়েছিল টাইগাররা। ২০১৪-১৫ মৌসুমে জিতেছিল টানা ছয় সিরিজ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল খান। শুরু থেকেই উইন্ডিজের ব্যাটারদের চাপে রাখার পর ইনিংসের ১১তম ওভারে স্বাগতিকদের ওপেনার কাইল মেয়ার্সকে ফেরান তাসকিন আহমেদের বদলি হিসেবে খেলতে নামা টাইগার স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। আউট হওয়ার পূর্বে ৩৬ বলে ১৭ রান করেন মেয়ার্স। পরের উইকেটে খেলতে নামা শামারাহ ব্রকসকে মাত্র ৫ রানে সাজঘরে ফেরান নাসুম আহমেদ।

এরপর নাসুম-মিরাজদের কারিশমায় একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশের বোলাররা ক্যারিবিয়ান ব্যাটারদের এতটাই চাপে রাখে যে, কিমো পাওয়েল ছাড়া কেউই ব্যক্তিগত স্কোর বিশের ঘরে নিয়ে যেতে পারেননি। ১৮ রানে সাই হোপ, ১১ রানে ব্রেন্ডন কিং, শূন্যরানে অধিনায়ক নিকোলাস পুরান, ১৩ রানে রোভম্যান পাওয়েল, ২ রানে আকেল হোসেন, ৪ রানে রোমারিও শেফার্ড ও শূন্যরানে আউট হন আলযারি জোসেফ।

শেষ উইকেটে গুদাকেস মোতিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশর ঘর পার করেন কিমো পাওয়েল। কিন্তু মোতিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তাকে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি মিরাজ। আউট হওয়ার আগে ৬ রান করেন মোতি। এদিকে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিতই থাকেন কিমো পাওয়েল।

বাংলাদেশের পক্ষে ৮ ওভারে মাত্র ২৯ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ১৯ রানের খরচায় তিনটি উইকেট পেয়েছেন নাসুম আহমেদ। এছাড়া শরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেটের দেখা পেয়েছেন।

রান তাড়া করতে নেমে দুই বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল খান ও নাজমুল হোসেন শান্ত মিলে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন। ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। ৩৬ বলে দুটি চারের মারে ২০ রান করতে সক্ষম হন শান্ত। এরপর আলযারি জোসেফের করা বলে আকিল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন এই টাইগার ওপেনার।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা লিটন দাসকে সঙ্গে নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের বোলারদের রীতিমতো চাপে রাখেন ওপেনার ও দলনেতা তামিম ইকবাল। এই দুই টাইগার ব্যাটারের অপ্রতিরোধ্য ৫১ বলে ৬৪ রানের জুটির ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় দল। তামিম সাত চারের মারে ৫০ রানে অপরাজিত থাকেন। আর ২৭ বলে ছয় চারে ৩২ রান করেন লিটন।

সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করেছিলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ সেদিন সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানে অলআউট হয়েছিলো। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ৫৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো তামিম ইকবালের দল।

বিএন্এ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ