বিএনএ, ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দাবি করেছে , ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। এ বিষয়টি তেহরানের কাছ থেকেই আইএইএ জানতে পেরেছে বলে জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায় এ তথ্য নিশ্চিত করে জানান, ক্যাসকেড হচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ বিভিন্ন যন্ত্রপাতি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান মাঝারি ধরনের তৎপরতা চালাচ্ছে।
এ দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আইএইএর প্রতিবেদন থেকে একটি বিষয় স্পষ্ট যে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বাড়াচ্ছে এবং এর মধ্যে শান্তিপূর্ণ কোনও উদ্দেশ্য নেই।’
বিএনএ/ ওজি/এইচমুন্নী