16 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই


বিএনএ ডেস্ক : সত্যিই সুনেত্রের অধিকারী ছিলেন তিনি। ডাগর চোখের মায়াবী চাহনিতে যে কেউ তার প্রেমে পড়ে যেত  আশি-নব্বই দশকে দুই বাংলার সিনেমার অগুনতি দর্শকপ্রিয় সেই সুনেত্রা নেই। চোখ বুঝেছেন খুব নীরবে মাস দুয়েক আগে।

গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন সুনেত্রা। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

মৃত্যুর খবর নিশ্চিত করে জায়েদ খান বলেন,  ‘একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, যার চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে (১৪ জুন) হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব।’

১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার।  ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে নায়িকা হিসেবে তার সর্বাধিক ব্যস্ততা ও সফলতা ঢাকাকেন্দ্রিক ছিলো।১৯৮৫ সালের ‘উসিলা’ ছবি দিয়ে মাত্র ১৫ বছর বয়সে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া দেলোয়ার ঝাহান ঝন্টু পরিচালিত ‘পালকী’ ছবিটির জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সুনেত্রার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘যোগাযোগ’, ‘ভুল বিচার’, ‘সাজানো বাগান’, ‘শুকতারা’, ‘সুখের স্বপ্ন’, ‘লায়লা আমার লায়লা’, ‘শিমুল পারুল’, ‘ভাবীর সংসার’, ‘আমার সংসার’, ‘ধনরত্ন’, ‘নির্দয়’, ‘সাধনা’, ‘আলাল দুলাল’, ‘রাজা জনি’, ‘বাদশা ভাই’, ‘ছোবল’, ‘ভাই আমার ভাই’, ‘দুঃখিনী মা’, ‘নাচে নাগিন’ প্রভৃতি ।

এই অভিনেত্রী চিত্রনায়ক জসীম, ফারুক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, নাদিম (পাকিস্তান), মান্নাদের বিপরীতে অভিনয় করে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ