28 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘর্ষে নিহত ২


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় প্রাইভেটকার ও ট্রা‌কের সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন চারজন। শুক্রবার (১৪ জুন) ভোররাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়‌কে উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।

তিনি জানান, দুইটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। সেসময় বাগু‌টিয়া এলাকায় পৌঁছানোর পর সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রা‌কের হালকা ধাক্কা লাগলে প্রাইভেটকার‌টি খাদে প‌ড়ে যায়। প‌রে পেছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে ওই ট্রা‌কের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ