27 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে আটক ১


বিএনএ, ঢাকা : মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ প্রকাশ নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ ও মোবাইল ফোন টান মারেন। কিন্তু ইদানীং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করছিলেন। মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। আজ বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী বিষয়টি টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তাঁর দলে আরও দুজন আছে। তাঁরা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মুঠোফোন টান মেরে ছিনতাই করেন। কিন্তু ইদানীং তাঁরা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ