33 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » ২৯ জুন থেকে মিলবে নতুন টাকা

২৯ জুন থেকে মিলবে নতুন টাকা

২৯ জুন থেকে মিলবে নতুন টাকা

বিএনএ, ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে বাজারে নতুন টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুন হতে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখাসমূহের মাধ্যমে ১০, ২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। এক ব্যক্তির একাধিকবার নোট উত্তোলনের সুযোগ না থাকলেও কোনো ব্যক্তি চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

যেসব ব্যাংক ও শাখায় পাওয়া যাবে নতুন নোট-
এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, রূপালী ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা।

এছাড়া দক্ষিণখানের ডাচ-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংক বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, এবি ব্যাংক প্রগতি সরণি শাখা, আইএফআইসি ব্যাংক শাহজালাল অ্যাভিনিউ শাখা, উত্তরা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, অগ্রণী ব্যাংক রামপুরা টিভি শাখা, জনতা ব্যাংক কচুক্ষেত করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ডাচ-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা।

একইসঙ্গে রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখা, এক্সিম ব্যাংক নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, এবং ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা থেকে গ্রাহককেরা নতুন টাকার নোট উত্তোলন করতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ