16 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মূল খরচ দিয়েই পদ্মা সেতু নির্মিত: প্রধানমন্ত্রী

মূল খরচ দিয়েই পদ্মা সেতু নির্মিত: প্রধানমন্ত্রী

মূল খরচ দিয়েই পদ্মা সেতু নির্মিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রকাশ করে বলেছেন, মূল খরচ দিয়েই নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু।মঙ্গলবার (১৪ জুন)২০২১-২২ অর্থ বছরের ১৭তম জাতীয় অর্থনৈতিক পরিষদের(একনেক) নির্বাহী কমিটির সভায় এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচ দিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

এ সময় পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরের ভাঙ্গা অংশে একটি জাদুঘর করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় প্রধানমন্ত্রী
একনেক সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানিয়েছেন, পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের সবার সঙ্গে ছবি তুলবেন তিনি।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস, বিশ্বব্যাংকসহ সব বিরোধীকেই আমন্ত্রণ জানাবে সরকার।

আরও পড়ুন : আলোয় ঝলমল পদ্মা সেতু

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ