28 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে এবার ইউএই

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে এবার ইউএই

সংযুক্ত আরব আমিরাত(ইউএই)

বিএনএ, ঢাকা: বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় দীর্ঘ দিন ধরে শীর্ষে ছিল সৌদি আরব। তার পরের অবস্থান ছিল সংযুক্ত আরব আমিরাত(ইউএই)। তবে গত মাসে সৌদি আরবকে পেছনে ফেলে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

৭ জুন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, দেশটি থেকে মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এ অঙ্ক এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। মে মাসে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৯ লাখ ডলার।

গত কয়েক বছরে ভিজিট ভিসায় আমিরাতে এসেছেন কয়েজ হাজার প্রবাসী। যারা এখন বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন। ফলে আমিরাত থেকে রেমিট্যান্স সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। ফলে এখানে অর্থনীতির গতিও বেড়েছে সমানতালে। এরই ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের রেমিট্যান্সের ওপর।

বিএনএনিউজ২৪,জিএন

Total Viewed and Shared : 137 


শিরোনাম বিএনএ