29 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের সাবেক ক্রিকেটারদের পেনশন বাড়ছে ১০০ শতাংশ!

ভারতের সাবেক ক্রিকেটারদের পেনশন বাড়ছে ১০০ শতাংশ!


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সাবেক ক্রিকেটারদের সুখবর দিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। জানানো হল, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ।

সোমবার (১৩ জুন) টুইটারে বোর্ড সচিব জয় শাহ লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ!”

তাঁর টুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা।

স্বাভাবিক ভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যাতে খুশি এবং উপকৃত হবেন পেনশন ভোগীরা।

প্রসঙ্গত, এদিনই টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের ম্যাচ দেখানোর স্বত্ত্ব বিরাট অঙ্কে বিক্রি হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল- এই পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ত্ব পাচ্ছে দু’টি কোম্পানি। ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিনিময়ে সেই স্বত্ত্বই কিনে ফেলেছে ডিজনি (স্টার স্পোর্টস)। অর্থাৎ সনিকে পিছনে ফেলে ফের টিভিতে আইপিএল দেখানোর মালিক হয়ে গেল স্টারই । প্যাকেজ বি-তে ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ত্বের বিষয়টি রয়েছে। শোনা যাচ্ছে, সেই রাইটস পেয়েছে ভায়াকম ১৮।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ