27 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, বরণ করলেন স্বজনরা

চট্টগ্রামে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, বরণ করলেন স্বজনরা


বিএনএ, চট্টগ্রাম : প্রায় ৬৪ দিনের শ্বাসরুদ্ধকর যাত্রা শেষ করে  চট্টগ্রাম এলেন সোমালিয়া জলদস্যুদের হাতে অপহত হওয়া ২৩ নাবিক। মঙ্গলবার ( ১৪ মে) বিকেল সোয়া চারটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ১ জেটিতে এসে পৌঁছান তারা। এসময় বন্দরের এনসিটি-১ বার্থে পরিবারের সদস্য ও স্বজনরা আবেগঘন পরিবেশে তাদের বরণ করে নেন।

উদ্ধার জাহাজের নাবিক ও ক্রুরা হলেন, জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, আসিফুর রহমান, সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, নাজমুল হক, আইনুল হক, মো. শামসুদ্দিন, আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, শরিফুল ইসলাম, নুর উদ্দিন ও সালেহ আহমদ।

এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ বঙ্গোপসাগরের কুতুবদিয়ার বহির্নোঙরে নোঙর করে। সেখান থেকে এমভি জাহান মণি-৩ জাহাজে করে নাবিকেরা আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছান।

মোহাম্মদ নুর উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমার স্বামী দেশে ফিরে এসেছেন এইটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার স্বামী যে ফিরে আসবেন এইটা নিয়েই দুই মাস শঙ্কায় কাটিয়েছি। যেদিন আমি জানতে পারি যে তিনি জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন, সেদিন থেকে কিভাবে একেকটা দিন কাটিয়েছি সেটা আল্লাহ বলতে পারবেন। আমি কেএসআরএম ছাড়াও আরো যারা এমভি আবদুল্লাহের নাবিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে যাওয়া অন্য ২৩ নাবিক এমভি আবদুল্লাহর দায়িত্ব গ্রহণ করেন। এরপর সকল কার্যক্রম শেষ করে এমভি আব্দুল্লাহ জাহাজে থাকা নাবিকরা এমভি জাহান মনি-৩  লাইটারেজ জাহাজে করে চট্টগ্রাম বন্দরের ৪ নাম্বার জেটিতে প্রবেশ করেছেন। পরিবারের কাছে নাবিকদের পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ