28 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - জুন ৩০, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে নিহত ১

নারায়ণগঞ্জে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে নিহত ১


বিএনএ,ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমরোজ হাসান জানান, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে বসা ছিলেন। হঠাৎ ট্রেনের ইঞ্জিন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি নারায়ণগঞ্জে ফতুল্লা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএ নিউজ/রেহানা,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ