25 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে দুই সশস্ত্র দলের গোলাগুলি

বাঘাইছড়িতে দুই সশস্ত্র দলের গোলাগুলি


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। এর আগে একই এলাকায় গতকাল সোমবার বিকেলে একই ইউনিয়নের সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আধিপত্য বিস্তার বজায় রাখতে বন্ধুক যুদ্ধে লিপ্ত হয় তারা। তবে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি এলাকাবাসী।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার ওপর নজর রাখছে। ২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসীরা আটজন নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীকে গুলিতে হত্যা করেছিল। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ৩৩ জন। ওই ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিএনএ/এমএফ, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ