বিএনএ বিশ্বডেস্ক : ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় ধূলিঝড়ে একটি বিলবোর্ড ধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানী হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৪ জন।
এনডিটিভি অনলাইনে জানানো হয়েছে, প্রায় ১০০ ফুট লম্বা ওই বিলবোর্ডটি সংশ্লিষ্ট সংস্থার অনুমতি ছাড়াই স্থাপন করা হয়েছিল । জ্বালানি স্টেশনের ঠিক বিপরীত পাশে ছিল ওই বিলবোর্ডটির অবস্থান। আজ সকালেও দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষ।
বিলবোর্ডের মালিকের বিরুদ্ধে ভারতের বিভিন্ন ধারায় মামলা করেছে মুম্বাই পুলিশ। অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ এনে এই মামলা নথিভুক্ত করা হয়েছে।
বিএনএ/ ওজি/হাসনা