29 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৪

গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায়  ইসরায়েলি বিমান হামলায়  শিশুসহ আরও ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।  নুসেইরাত শরণার্থী শিবিরে  এ হামলা চালানো হয়।

আল জাজিরা মঙ্গলবার (১৪ মে) এই তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালানোর পরে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে।

এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫ হাজার ৯১ জনে পৌঁছেছে। হামলায় অন্তত ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন  হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ