15 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে সিনাওয়াত্রা এগিয়ে

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে সিনাওয়াত্রা এগিয়ে

পেতংটান সিনাওয়াত্রা

বিশ্ব ডেস্ক:  থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা, ফিউ থাই পার্টির পেতংটান সিনাওয়াত্রা (৩৬) প্রধানমন্ত্রীর পদের জন্য এগিয়ে রয়েছে। রবিবারের(১৪ মে২০২৩) অনুষ্ঠিত এই নির্বাচনের ভোট গণনা এ রিপোর্ট লেখা পযর্ন্ত শেষ হয়নি।

অন্যদিকে সামরিক জান্তা প্রধান প্রয়ুত-চান-ও-চা (৬৯)। তার দলের নাম ইউনাইটেড থাই নেশন পার্টি। এই  দুই প্রতিদ্বন্দ্বিই মুখে মুখে আলোচনার খোরাক হলেও ছায়ার মতো নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় আবির্ভাব হয়েছে তৃতীয় আরেক শক্তির। পিটা লিমজারোয়েনরাত। যিনি মুভ ফরওয়ার্ড নেতা। যুবসমাজ পরিচালিত গণতন্ত্রপন্থি একটি দল।সূত্র: ব্যাংকক পোস্ট।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ