18 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকালে ওই মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতের দিকে ওই এলাকায় নদীর পাড়ে বালুতে ডুবে থাকা এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। নবজাতক শিশুটি পুত্র সন্তান ছিল।
কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ভূমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ