33 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » অভিনেত্রী-মডেল সাহানার ঝুলন্ত দেহ উদ্ধার

অভিনেত্রী-মডেল সাহানার ঝুলন্ত দেহ উদ্ধার


বিএনএ, বিনোদন ডেস্ক : ভারতে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ। ২০ তম জন্মদিনের ঠিক পরের দিন শুক্রবার (১৩ মে) কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ।

সাহানা আত্মহত্যা করেছেন , না কি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা।

তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।’’

সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

সূত্রের খবর, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ