25 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় মকছুদুল মোমিন লেদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাঝি বাড়ির জিয়াউর রহমান সবুজ ও জিল্লুর রহমানের পিতা।

ঘটনার প্রত্যাক্ষদর্শী আব্দুল আল নোমান নামের এক শিক্ষক বলেন , সকাল ১০ টা সময় ফকির হাট রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দেন এক বৃদ্ধাকে। এতে প্রায় ১০০ ফিট দূরে উড়ে গিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয় । ধাক্কা দেওয়া প্রাইভেট কারটি দ্রুতগতির হওয়াতে আটকানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বেয়াই তোফায়েল আহম্মেদ বলেন, আমার বেয়াই মকছুদুল মোমিন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। বাদে জোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ নাবিদ, ওজি 

Loading


শিরোনাম বিএনএ