25 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় স্বামীকে হত্যা চেষ্টা, প্রেমিক যুগল গ্রেফতার

লোহাগাড়ায় স্বামীকে হত্যা চেষ্টা, প্রেমিক যুগল গ্রেফতার

লোহাগাড়ায় স্বামীকে হত্যাচেষ্টা, প্রেমিকযুগল আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীর পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় লোহাগাড়া বটতলি স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রবিউল আলম খান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়া গান্ধীপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়ার পুটিবিলা ওয়াজউদ্দিন সিকদারপাড়া গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে অহিদুল ইসলাম (৩৪) এবং নূর আয়েশা বেগম (৩০)। আয়েশা লোহাগাড়া সদর মৌলভীপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে এবং কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়া গান্ধীপাড়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী। তাদের ঘরে কোনো সন্তান নেই। অহিদুল চার সন্তানের জনক।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান বলেন, নাছির উদ্দিন নামে এক যুবক স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানতে পারায় তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে থানায় মামলা করেন। গ্রেপ্তার দুজন প্রাথমিকভাবে তাদের পরকীয়ার কথা স্বীকার করেছেন। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ,ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ