22 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শোভাযাত্রা-সাংস্কৃতিক পরিবেশনায় কাপ্তাইয়ে বর্ষবরণ

শোভাযাত্রা-সাংস্কৃতিক পরিবেশনায় কাপ্তাইয়ে বর্ষবরণ

শোভাযাত্রা-সাংস্কৃতিক পরিবেশনায় কাপ্তাইয়ে বর্ষবরণ

বিএনএ, রাঙামাটি: মঙ্গল শোভাযাত্রা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ (১ বৈশাখ) বরণ করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন। ১৪ এপ্রিল (রোববার) সকালে মঙ্গল শোভাযাত্রা ও উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য শিল্পী রওশন শরীফ তানির সঞ্চালনায় শুরুতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের যৌথ কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং ‘এসো হে বৈশাখ এসো, এসো’ গান পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। এরপর একে একে শিল্পীদের কন্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।

পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সভাপতির বক্তব্যে আলোচনা সভায় সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।

এ সময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি ফাতেমা বেগম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মাদ হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আনিছুর রহমানসহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ