19 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই কাভার্ডভ্যানসহ দুই চোর গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই কাভার্ডভ্যানসহ দুই চোর গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই কাভার্ডভ্যানসহ দুই চোর গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকা থেকে চুরি হওয়া কাভার্ডভ্যানসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) সকালে হালিশহর থানার চৌধুরীপাড়াস্থ টোল রোড এলাকা থেকে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৫-৪৩৪২) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার শ্রী হাস্যমোড় বাজার এলাকার মো. মহসিন ভূঁইয়ার ছেলে মো. ফখরুল ইসলাম রাব্বি (১৯) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার উত্তর কুরমিরা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলম শেখ (৪৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা গণমাধ্যমকে জানান, গত ১০ এপ্রিল নিমতলা বন্দর ট্রাক মালিক সমিতির সামনে থেকে আল শাহরিয়ার ইমনের মালিকানাধীন একটি কাভার্ডভ্যান চুরি হয়। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক হালিশহর থানার চৌধুরীপাড়াস্থ টোল রোড এলাকা থেকে চুরি হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে গাড়ির তিনটি চাকা জাহাঙ্গীর আলম শেখের কাছে বিক্রি করে দেয়।

পরে জাহাঙ্গীরকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে চাকা তিনটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই চোর টোলরোড, রিংরোড কেন্দ্রীক কাভার্ডভ্যান, ট্রাক চুরি চক্রের সদস্য। তারা মূলত গাড়ি চুরি করে নিয়ে গিয়ে চাকা খুলে বিক্রি করে দেয় এবং গাড়িটি কোনো রাস্তার ধারে ফেলে রাখে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ