25 C
আবহাওয়া
৭:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এতিমদের ইফতার ও রাতের খাবার দিলেন এসএসসি ’৮৫ চট্টগ্রাম

এতিমদের ইফতার ও রাতের খাবার দিলেন এসএসসি ’৮৫ চট্টগ্রাম


বিএনএ, চট্টগ্রাম: এসএসসি ৮৫’ চট্টগ্রাম এর বন্ধুরা ৪০০ সুবিধাবঞ্চিত এতিম শিশুকে ইফতার ও রাতের খাবার প্রদান করেছে। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সন্ধ্যায় হালিশহর, খুলশি, আরেফিন নগর, কালামিয়া বাজার এলাকার বিভিন্ন এতিমখানায় এসব ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

এসএসসি ’৮৫ চট্টগ্রামের বন্ধুদের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সারাহ তানভী, সোহেলী হায়দার, জিএ রায়হান, মো: জসীম উদ্দিন, ক্যাপ্টেন জামান সেলিম, আশরাফ মাহমুদ, হাদিদুর রহমান, সাইমন এলবার্ট গোমেজ, মোহাম্মদ আলমগীর, সালেহউদ্দিন সালু, মিজান মোর্শেদ, দেওয়ান শওকত প্রমূখ।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ