24 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

বিএনএ,চবি: নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা, মোরগ লড়াই, বউচি খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনব্যাপী মুখর ছিলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছর স্বাগত জানানো হয়।

পরে বেলা ১২টার দিকে উন্মুক্ত মঞ্চে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয় সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

পরে মুক্ত মঞ্চে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৬ জন বলী অংশগ্রহণ করেন। বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। রানারআপ হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী হিব্বান মুরাবী
ঐতিহ্যবাহী বলীখেলা

এরপর চবির জারুল তলায় হয় মোরগ লড়াই এবং চাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেয়েদের বউচি খেলা। এছাড়া বর্ষবরণ উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলাদেশ নিউজ এজেন্সিকে বলেন, ‘নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা বর্ষবরণ করেছি। এতে গ্রাম বাংলার ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বলীখেলা বাড়তি আমেজ তৈরি করেছে। বলীখেলা ছাড়াও আমরা শোভাযাত্রা, বউচি খেলা, মোরগ লড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।’

এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম নগরে চবি চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে নগরের কাজির দেউরী সার্কিট হাউস প্রদক্ষিণ শেষে পূণরায় চারুকলাতে এসে শেষ হয়।

বিএনএ/নবাব, ওজি

Loading


শিরোনাম বিএনএ