বিএনএ,ইবি : নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
পরে উপাচার্যের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এসময় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগ, হল, সামাজিক সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।