17 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের হারালো বাংলাদেশ

বিএনএ: টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। শেষ ম্যাচে সফরকারীদের ১৬ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশের দেয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে হোঁচট খায় বাটলার বাহিনী। দলীয় ৫ রানের মাথায় ওপেনার ফিল সল্টকে শূণ্য রানে ফিরিয়ে দেন তানভির ইসলাম। এরপর ডেভিড মালান ও জজ বাটলারের জুটি থেকে ৭৬ বলে আসে ৯৫ রান। এছাড়া মঈন আলী ও বেন ডাকেটের ১৮ বলে ১৯ রানের জুটি ছাড়া ইংল্যান্ডের আর কোন ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেন নি। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে থামে বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২টি ও ১টি করে উইকেট শিকার করেন তানভির ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৫৮ রান তুলতে সক্ষম হয় টাইগার বাহিনী। বাংলাদেশের পক্ষে লিটন দাস ৫৭ বলে ৭৩, রনি তালুকদার ২২ বলে ২৪, নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ ও ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাবিক আল হাসান। অতিরিক্ত থেকে আসে ১০ রান।

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট শিকার করেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন লিটন দাস এবং প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল:

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক) , তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল:

ফিল সল্ট, দাউদ মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ