28 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনার দাপটে দিশেহারা চিন!

করোনার দাপটে দিশেহারা চিন!


বিএনএ, বিশ্বডেস্ক : চিনে সাম্প্রতিক সময়ে করোনার দাপট বেড়েই চলছে।সারা দেশের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৩৪০০ জন।

২০২০ সাল থেকে  করোনার আবির্ভাবের পর  দেশ জুড়ে এই গতিতে চিনে কখনও করোনা বাড়েনি।

গত এক দিনের মধ্যে গোটা চিনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সারা দেশের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন স্ট্রেনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। শাংহাইয়ে স্কুল বন্ধ। প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র শেনঝেন থেকে শুরু করে দেশের উত্তর-পূর্বের একাধিক শহর জুড়ে বলবৎ রয়েছে লকডাউন।

উত্তর-পূর্বে সংক্রমণের কেন্দ্র জিলিন শহরে গত কালই আংশিক লকডাউন ছিল। আজ উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি-র প্রায় সাত লক্ষ বাসিন্দাকে সারা দিন ঘরবন্দি থাকতে হয়েছে। আরও অন্তত তিনটি ছোট শহর মার্চের গোড়া থেকেই তালাবন্ধ।

বিএনএ/ ওজি

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Loading


শিরোনাম বিএনএ