27 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ”আত্মসমর্পন করো ,নয়তো জীবন দাও”-ইউক্রেনে চেচেন নেতা রমজান

”আত্মসমর্পন করো ,নয়তো জীবন দাও”-ইউক্রেনে চেচেন নেতা রমজান

ইউক্রেনে চেচেন নেতা রমজান

রাশিয়ার পক্ষে ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিয়ে চেচেন নেতা স্ট্রংম্যান রমজান কাদিরভ(Ramzan Kadyrov) ইউক্রেনের সশস্ত্রবাহিনীর প্রতি দ্রুত আত্মসমর্পন করার আহবান জানিয়েছেন অন্যথায় তাদের জীবন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। খবর মস্কোটাইমস।

সোমবার(১৪ মার্চ) সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে এক ভিডিও বার্তায় তিনি ওই ঘোষণা দেন। তিনি জানান, তিনি বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের শহর হোস্টোমেলে রয়েছেন যেটি রুশ বাহিনী সম্প্রতি দখলে নিয়েছে।

রমজান কাদিরভ লিখেন, “অন্য দিন আমরা কিয়েভ নাৎসিদের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিলাম এবং এখন আমরা আরও কাছাকাছি,”। তিনি ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন “নতুবা জীবন শেষ হয়ে যাবে।”

কাদিরভ, যিনি শক্ত হাতে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রকে শাসন করেন।  তিনি একজন প্রাক্তন বিদ্রোহী হয়ে ক্রেমলিনের মিত্র হয়েছিলেন এবং তাঁর অধীনে একটি আধাসামরিক বাহিনী রয়েছে৷

রাশিয়ান আক্রমণের শুরুতে, সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রচারিত ছবিগুলিতে দেখা যায়,  চেচেন রাজধানী গ্রোজনির একটি স্কোয়ারে সৈন্যরা ইউক্রেনে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ